50% Scholarship!

50% Scholarship!




বাংলাদেশের একটি সুনামধন্য আইটি প্রতিষ্ঠাণ Starlit IT International Ltd,  help the people,help the nation এই স্লোগান নিয়ে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি আইটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠানে রয়েছে ফ্রিল্যান্সিং-ইংলিশ স্পোকেন ও প্রেজেন্টেশন কোর্স। ২০১৭ থেকে এ পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ ফ্রিল্যান্সার বের হয়েছে। তাদের ৬৫০০ স্কয়ার ফিটের নতুন কর্পোরেট শাখা  উদ্বোধন হবে আগামি ১ই আগষ্ট,এই উদ্বোধন উপলক্ষে ষ্টারলিট আইটি তাদের কর্পোরেট শাখায় ভর্তির উপর ৫০% শিক্ষাবৃত্তি দিচ্ছে সম্পুর্ন জুলাই মাস জুরে।
এ সম্পর্কে ষ্টারলিট আইটির ব্যাবস্থাপনা পরিচালক সিকদার শিমুল বলেন, “আমরা চাচ্ছি দেশের প্রত্যেকটা ছাত্র\ছাত্রী আইটির মাধ্যমে স্বনির্ভর হোক,আমাদের এই নতুন প্রজন্ম যেন পরবর্তি দিনে বেকারত্বের অভিশাপে না ভোগে,তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির সাথে তাল মিলিয়ে আমরাও কাজ করছি। প্রত্যেকটা ছাত্র/ছাত্রী যেন আইটি শিক্ষা নিয়ে স্বনির্ভর হতে পারে পড়ালেখার পাশা-পাশি যেন ইনকাম করতে পারে সেই লক্ষেই আমরা দিচ্ছি সম্পূর্ন জুলাই মাস জুরে আমাদের প্রত্যেকটি প্যাকেজে ৫০% শিক্ষাবৃত্তি,সারা দেশে একমাত্র আমরাই ১০০% ইনকামের নিশ্চয়তা সহকারে সর্বনিম্ন মুল্যে সেরা শিক্ষা দিচ্ছি”

ষ্টারলিট আইটির শাখা রয়েছে,উত্তরা,মিরপুর,গাজিপুর,রাজশাহি,নওগা,নোয়াখালি ও টাঙ্গাইলের এলেংগাতে।

*শিক্ষাবৃত্তিতে ভর্তির আসন সংখ্যা সিমিত।


No comments

Theme images by mammamaart. Powered by Blogger.